ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

Posted on December 17, 2024

কর্পোরেট ডেস্ক: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৮০ তম সভা ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান এর সভাপতিত্বে সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ড রুমে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল কুদ্দুছ, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ রাগিব আহসান এফসিএ, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও কোম্পানী সচিব অলি কামাল, এফসিএস সভায় উপস্থিত ছিলেন।

সভায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন ও যুগ্ম পরিচালক মোঃ মোশাররফ হোসেন ‘এএমএল এন্ড সিএফটি এওয়ারনেস প্রোগ্রাম ফর বোর্ড অব ডাইরেক্টর্স’ শীর্ষক সেশন পরিচালনা করেন।

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মোঃ সিরাজুল ইলসাম, এফএসআইবি ট্রেনিং এন্ড রিসার্চ একাডেমির ডিরেক্টর জেনারেল (চলতি দায়িত্ব) মোঃ হাবিবুর রহমান,মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ বিভাগের প্রধান ও ডিক্যামেলকো ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।