মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে চাঞ্চল্যকর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তাজবীর হোসেন শিহান হত্যায় জড়িত থাকা ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। এ সময় ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি, চাপাতি, চাকু ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর পাঁচ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক পুলিশ ফাঁড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে ছুরিকাঘাতে এক শিক্ষার্থীকে হত্যা করা হয়। এ ঘটনায় ভিকটিমের মোবাইল ফোনের সূত্র ধরে আসামীদের গ্রেফতার করা হয়েছে।
নিহত তাজবির হোসেন শিহান (২৬) উপজেলার মৌচাক জামতলা এলাকার তানভির হোসেন নান্নু মিয়ার ছেলে। নিহত শিহান উত্তরার একটি কল সেন্টারে চাকরি করতেন।
ঘটনার দিন ভোর পাঁচটার দিকে শিহান বাড়ি থেকে বের হয়ে মৌচাক বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। পরে মাজার রোডের সামনে থেকে ধারালো অস্ত্র নিয়ে তাকে ৫ জন যুবক ধাওয়া করে মৌচাক পুলিশ ফাড়ির পশ্চিম পাশে হানিফ স্পিনিং মিলের সামনে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর যখম করে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
দুপুরে পুলিশ সুপার কার্যালয় এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার মো: রবিউল ইসলাম জানায়, চক্রটি গাজীপুরের বিভিন্ন এলাকায় সিএনজিতে যাত্রী সেজে দীর্ঘদিন ধরে ছিনতাই করে আসছিলো।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে শিক্ষার্থী শিহান হত্যায় জড়িত ৬ ছিনতাইকারী গ্রেফতার https://corporatesangbad.com/496060/ |