কিংবদন্তি তবলা বাদক জাকির হোসেন আর নেই

Posted on December 17, 2024

বিনোদন ডেস্ক : উপমহাদেশের কিংবদন্তি তবলা বাদক ওস্তাদ জাকির হুসেন আর নেই। রোববার (১৫ ডিসেম্বর) মধ্যরাতে মুম্বাইয়ের থানের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। পরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে।

রোববার (১৫ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করে ওস্তাদ জাকির হুসেনের বন্ধু রাকেশ চৌরাসিয়া জানান, ৭৩ বছর বয়সী জাকির হুসেন যুক্তরাষ্ট্রে বসবাস করতেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন। পরে গত এক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর হাসপাতালে হৃদরোগজনিত সমস্যার জন্য ভর্তি ছিলেন।

ভারতীয় ক্লাসিক্যাল সংগীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হুসেনকে। তার জন্ম ভারতের মুম্বাইয়ে ১৯৫১ সালের ৯ মার্চ। জাকির হুসেনের বাবা ওস্তাদ আল্লারাখা খানও একজন প্রখ্যাত তবলাবাদক ছিলেন। তিনি শৈশব থেকেই তবলা বাজানোয় দক্ষতা অর্জন করেন। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। মাত্র সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন জাকির হুসেন।

কিছুদিন আগেই এ তারকা বাবার জন্মশতবার্ষিকী উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। ওই অনুষ্ঠানের মঞ্চে নিজেই একের পর এক সুর তুলেছিলেন। এবার সেই সুরই থেমে গেল। আর তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে সংগীত ইন্ডাস্ট্রিতে।

১৯৫১ সালে মুম্বাইয়ে জন্ম জাকির হুসেনের। মাত্র তিন বছর বয়সেই তবলায় হাতেখড়ি, এরপর একক অনুষ্ঠান করেন সাত বছর বয়সে। দীর্ঘ সংগীত জীবনে জিতেছেন পদ্মশ্রী, পদ্মভূষণ,, পদ্মবিভূষণ, গ্র্যামি-সহ বহু পুরস্কার। ১৯৯৯ সালে আমেরিকার সর্বোচ্চ অসামরিক সম্মান পান জাকির হুসেন। তিন বার গ্রামি পেয়েছেন। ভারতের কোনও শিল্পীর এই কৃতিত্ব নেই। ভারতের প্রথম শিল্পী হিসেবে বারাক ওবামার আমলে অল স্টার গ্লোবাল কনসার্টে যোগ দিয়েছিলেন জাকির হুসেন।