কুখ্যাত মানব পাচারকারী "ওয়াসকরনী" গ্রেপ্তার

Posted on December 17, 2024

তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের কুলাউড়ায় কুখ্যাত মানব পাচারকারী চক্রের মূলহোতা ওয়াসকরনী"কে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯।

গত রোববার (১৫ ডিসেম্বর) বিকেলে র‍্যাবের আঞ্চলিক অফিস শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল উপজেলার শরীফপুর ইউনিয়ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ওয়াসকরনী ওই ইউনিয়নের লালারচক গ্রামের বাসিন্দা মৃত পীর মাহমুদ আলীর পুত্র।

র‍্যাব জানায়, ওয়াসকরনী মানব পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে কুলাউড়া থানায় মানব পাচার, পাসপোর্ট ও মাদকদ্রব্য আইনে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন পলাতক থাকার পর রোববার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার শরীফপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৯ সিলেট এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বলেন, গ্রেপ্তারের পর রাতে ওয়াসকরনী"কে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।