নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলা চাঞ্চল্যকর হিছা খা (৪৫) হত্যা মামলার প্রধান দুই আসামি ফয়সাল (১৯) ও হৃদয় ওরফে ফাহিমকে গ্রেপ্তার করেছেন র্যাব।
রবিবার (১৫ ডিসেম্বর) সকাল পৌনে ৯টার দিকে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার (১৫ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন র্যাব-৪, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- মানিকগঞ্জের সিংগাইর উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মো. চুন্নু খার ছেলে ফয়সাল ও হৃদয়। তারা সম্পর্কে আপন ভাই।
র্যাব জানায়, ভিকটিম হিছা খার সাথে চুন্নু খা, তার ছেলে ফয়সাল ও হৃদয়ের সাথে দীর্ঘদিন ধরে বাড়ির প্রবেশ পথের রাস্তা নিয়ে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। চলতি বছরের ১৬ আগস্ট সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার দিকে হিছা খা মাঠ থেকে কাজ শেষ করে ফিরছিলেন। সে সময় স্থানীয় গিয়াস উদ্দিনের বাড়ির পাশের রাস্তায় পৌঁছালে পূর্ব পরিকল্পিতভাবে ওঁৎ পেতে থাকা অভিযুক্তরা দেশীয় অস্ত্র দিয়ে ভিকটিমকে এলোপাতাড়ি মারধর করে। আসামি ফয়সালের হাতে থাকা চাকুর আঘাতে ভিকটিমের পেটের বাম পাশে মারাত্মক ক্ষত হয়, যার ফলে নাড়িভুঁড়ি বের হয়ে ঘটনাস্থলেই ভিকটিম অজ্ঞান হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ভিকটিমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসাধীন অবস্থায় হিছা খার মৃত্যু হয়। এই ঘটনায় ভিকটিমের বড় ভাই সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
লে. কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪, সিপিসি-৩ এর একটি আভিযানিক দল আজ সকাল পৌনে নয়টার দিকে সাভার উপজেলার হেমায়েতপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান হত্যাকারী আসামি ফয়সাল ও তার ভাই হৃদয়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামীদেরকে সিংগাইর থানায় হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিংগাইরে হিছা খা হত্যা মামলার আসামি দুই ভাই গ্রেপ্তার https://corporatesangbad.com/495922/ |