সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত

Posted on December 15, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক : জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, সব সরকারি কর্মকর্তা-কর্মচারী মহার্ঘ ভাতা পাবেন। একই সঙ্গে পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন। এর ফলে কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সঙ্গে আরও কিছু আর্থিক সুবিধা পাবেন।

রোববার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মোখলেস উর রহমান বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি সময়োপযোগী। তাই সরকারি কর্মকর্তা ও কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন বেতন স্কেল অনুসারে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ কর্মকর্তা ও কর্মচারীদের এই ভাতা দেওয়া হবে।

তিনি বলেন, এই লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে প্রধান উপদেষ্টা কাযালয়ের মূখ্য সচিবকে প্রধান করা হয়েছে। এ বিষয়ে কমিটি সুপারিশ দেবে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতে কত শতাংশ দেওয়া হবে তা ঠিক করা হবে।

বঞ্চিত কর্মকর্তাদের পদোন্নতির বিষয়ে গঠিত কমিটির দেয়া সুপারিশ অনুসারেই এটি বাস্তবায়ন হবে বলেও জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব। তিনি বলেন, প্রধান উপদেষ্টার কাছে জমা দেয়া প্রতিবেদন অনুসারে নির্দেশনা আসলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একদিনের মধ্যেই প্রজ্ঞাপন জারি হবে।

আরও পড়ুন:

ঢাকা-জয়দেবপুর রুটে দুই জোড়া ট্রেন চলাচল শুরু

গুমের ঘটনায় শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন, র‌্যাব বিলুপ্তির সুপারিশ

সাংবাদিকদের স্বাধীনতায় এক ইঞ্চিও আটকাবে না সরকার: প্রেস সচিব