পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং চলতি বছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ৭১ পয়সা লোকসান হয়েছে যা গত বছরের প্রথম প্রান্তিকে ছিল শেয়ার প্রতি ১ টাকা ০৬ পয়সা এবং গত ৩০ জুন, ২০২৪ এনএভি ছিল ১২.২৯ টাকা যা ৩০ সেপ্টেম্বর ২০২৪ এ ১০.৬২ টাকায় দারায়।
চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ৩ টাকা ৫১ পয়সা যা আগের বছর একই সময় ছিল মাইনাস ৭৪পয়সা।
বছরের প্রথম প্রান্তিকে লোকসানের কারণ সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেতন-মজুরি, কাঁচামালের ব্যয় বৃদ্ধি, ঋণের সুদ ব্যয় ও অন্যান্য আর্থিক ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
২০০৯ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যাকসন্স স্পিনিংয়ের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৩৮ কোটি ২৩ লাখ ৩০ হাজার। রিজার্বে রয়েছে ৬ কোটি ৯৬ লাখ টাকা। বর্তমানে কোম্পানির মোট শেয়ারের ৩০ শতাংশ এর উদ্যোক্তা পরিচালক, ৫.৫২ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকী ৬৪.৪৮ শতাংশ সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে । পুঁজিবাজারে তালিকাভক্ত হয়ে বর্তমানে কোম্পানিটি ‘জেড’ ক্যাটাগরিতে অবস্থান করছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চলতি বছরে প্রথম প্রান্তিকে ম্যাকসন্স স্পিনিংয়ের লোকসান বেড়েছে https://corporatesangbad.com/495829/ |