ঢাকা-জয়দেবপুর রুটে দুই জোড়া ট্রেন চলাচল শুরু

Posted on December 15, 2024

নিজস্ব প্রতিবেদক : ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে নতুন দুই জোড়া কমিউটার ট্রেন চালু করা হয়েছে। এর মাধ্যমে এখন থেকে যাত্রীরা সহজেই ঢাকা যেতে পারবে এবং ঢাকা থেকে গাজীপুরে ফিরতে পারবে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জয়দেবপুর রেলস্টেশনে পতাকা নাড়িয়ে জয়দেবপুর-ঢাকা রুটের কমিউটার ট্রেন উদ্বোধন করেন।

এসময় উপদেষ্টা বলেন, যাত্রীদের রেলে যাতায়াত ব্যবস্থা উন্নয়ন করতে আগামী ২৬শে মার্চ থেকে ঢাকা-নরসিংদী রোডসহ কয়েকটি স্থানে কমিউটার ট্রেন বাড়ানো হবে।

তিনি বলেন, সাধারণ মানুষের আত্মত্যাগ মনে রেখে তাদের জন্য কাজ করছে সরকার। স্বল্প আয়ের মানুষের যাতায়াতের জন্য কমিউটার ট্রেন উপযোগী উল্লেখ করে স্বাধীনতা দিবসে ঢাকা থেকে নারায়ণগঞ্জ ও নরসিংদী রুটেও কমিউটার ট্রেন চালুর ঘোষণা দেন রেল উপদেষ্টা।

এসময় রেল সচিব, গাজীপুরের জেলা প্রশাসকসহ রেলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা-জয়দেবপুর রুটে চালু হওয়া তুরাগ কমিউটার এবং জয়দেবপুর কমিউটার ট্রেন ঢাকার বিমানবন্দর, তেজগাঁও, বনানী, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে বিরতি দেবে। এ ছাড়া তুরাগ কমিউটার শুক্রবার ও জয়দেবপুর কমিউটারে শনিবার সাপ্তাহিক বন্ধ থাকবে।

এদিকে ঢাকা-গাজীপুর রুটে নতুন এ কমিউটার সার্ভিস চালু করায় আনন্দিত যাত্রীরা। তারা বলছেন, এই সার্ভিসের ফলে ঢাকায় দ্রুত সময়ে পৌঁছানো যাবে।