ভারতে আটক ৬ বাংলাদেশী জেলেকে বেনাপোল দিয়ে হস্তান্তর

Posted on December 15, 2024

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : অবৈধভাবে ভারতে প্রবেশ করে মংলা সুন্দরবন দুবলার চর এলাকায় নদীতে মাছ ধরার সময় ভারতের সুন্দরবন কোস্টগার্ড কর্তৃক আটক ৬ বাংলাদেশী জেলেকে দীর্ঘ এক বছর পর বেনাপোল দিয়ে হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

শনিবার সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তাদেরকে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসারা হলেন, বাগেরহাট জেলার রামপাল থানার ঠেঙ্গামারী গ্রামের জব্বার সরদারের ছেলে রাজু সরদার (৩১), একই থানার কামরাঙ্গা গ্রামের মৃত্যু জিন্দার আলী খানের ছেলে ইসরাত খান (৪৮), একই গ্রামের হাসান শিকারীর ছেলে মোহাম্মদ আলী শেখ (২১), আব্দুর রশিদের ছেলে বাবুল রশিদ (৪১), শ্রী পালতলা গ্রামের মৃত্যু মজিদ শেখের ছেলে ইলিয়াস শেখ (৫১) ও বানসাতালী গ্রামের শেখ মুকাসের আলীর ছেলে শেখ রাসেল (৩৬)।

ফেরত আসা রাজু সরদার বলেন, ২০২৩ সালের ২৩ ডিসেম্বর মাছ ধরার সময় নদী থেকে আমাদের আটক করে ভারতীয় কোস্টগার্ড দমদম থানা পুলিশের নিকট সোপর্দ করে। অবৈধ অনুপ্রবেশ দেখিয়ে আদালতে নিলে আদালত আমাদের প্রত্যেকের এক বছর করে সাজা দেন। দমদম সেন্ট্রাল কারাগারে এক বছর সাজা ভোগ শেষে শনিবার দেশে ফেরত পাঠায়।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ মোঃ আহসানুল কাদের ভূইয়া জানান, ভারতীয় ইমিগ্রেশন পুলিশ ৬ জন বাংলাদেশীকে হস্তান্তর করেছে। ইমিগ্রেশন পুলিশ কর্তৃক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, ফেরত আসাদের আইগত প্রক্রিয়া শেষে নিজ নিজ বাড়িতে ফরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।