সিংগাইরে শীতের কম্বল পেল ১০০ এতিম মাদরাসা শিক্ষার্থী

Posted on December 14, 2024

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইরে শীতার্ত ১০০ মাদ্রাসা শিক্ষার্থী পেল কম্বল। শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জেলা প্রশাসক এবং দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলার গোবিন্ধল মুসলিম নগর রাশেদিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী মো.কামরুল হাসান সোহাগের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -জেলা প্রশাসক ড.মনোয়ার হোসেন মোল্লা।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো.আহাদী হোসেন,উপজেলা সমাজ সেবা অফিসার মো.মঞ্জুরুল ইসলাম ও সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান মো.জাহিনুর রহমান সৌরভসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারি ও স্থানীয় ব্যক্তিবর্গ।