পুঁজিবাজার ডেস্ক : চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানির ও ১ টি বন্ডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো ফু-ওয়াং ফুড, প্রিমিয়াম ব্যাংক পারপেচুয়াল বন্ড, আলহাজ টেক্সটাইল ও এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গছে।
ফু-ওয়াং ফুডের পর্ষদ সভা আগামীকাল বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। আলোচ্য হিসাব বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকশান হয়েছে ৩১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদমূল্য দারিয়েছে ২ টাকা ৩ পয়সা যা গত বছর ছিল ২ টাকা ৪৩ পয়সা।
প্রিমিয়ার ব্যাংক পারপেচুয়াল বন্ডের পর্ষদ সভা আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ৩টায় অনুষ্ঠত হবে । সভায় চলতি বছরের ২৭ ডিসেম্বর থেকে আগামী ২৬ ডিসেম্বর পরযন্ত অর্ধবার্ষিকের জন্য ১০ শতাংশ কুপন রেট ঘোষণা করেছে প্রিমিয়ার ব্যাংক । গত বছরের ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বরের বিপরীতে ইউনিটহোল্ডারদের ১০ শতাংশ মুনাফা দিয়েছে বন্ডটি।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের পর্ষদ সভা আগামী বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪-২০২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি শোকসান হয়েছে ৫ টাকা ১৮ পয়সা। আগের হিসাব বছরে যা ছিল ৭৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভি দারিয়েছে ৩৭ টাকা ৪৫ পয়সায় আগের হিসাব বছরে যা ছিল ৪৩.১৮ টাকা।
আলহাজ টেক্সটাইলের পর্ষদ সভা আগামী মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চলতি সপ্তাহে ৪ কোম্পানির পর্ষদ সভা https://corporatesangbad.com/495725/ |