গাজীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Posted on December 14, 2024

মোশারফ হোসেন, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে গাজীপুরের রাজবাড়ি মাঠ সংলগ্ন স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক নাফিসা আরেফীন।

এ সময় জেলা প্রশাসন, জেলা পরিষদ, গাজীপুর জেলা পুলিশ সুপার মেট্রোপলিটন পুলিশ, জেলা আনসার কমান্ড্যান্ট অফিস জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, নাগরিক সমাজের প্রতিনিধিসহ সর্বস্তরের নাগরিকগণ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে, বুদ্ধিজীবীদের স্মরণ জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।