আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: মৃদু শৈত্যপ্রবাহে কাঁপছে চুয়াডাঙ্গার জনপদ। তাপমাত্রার পারদ নেমেছে ৮ দশমিক ৭ ডিগ্রিতে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ৯টায় চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে। তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানানো হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে সূর্য উকি দিলেও তা উত্তাপ ছড়াচ্ছে না। বিকেলে আবারও কুয়াশার দাপট। ঘন কুয়াশার সাথে হিমেল হাওয়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে শীতের তীব্রতা। এতে বিপাকে পড়েছেন খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। সময় মতো কাজে যেতে পারছেন না তারা। হাসপাতালে বাড়ছে শীত জনিত রোগীর সংখ্যা।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের জ্যৈষ্ঠ পর্যবেক্ষক রকিবুল হাসান বলেন, শনিবার সকাল ৯ টায় চুয়াডাঙ্গার সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসের আদ্রতা ছিল শতকরা ৮৮ শাতাংশ। তিনি আরও জানান, আগামী কয়েকদিনের মধ্যেই মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সর্বনিম্ন ৭.৮ ডিগ্রি তাপমাত্রায় কাঁপছে চুয়াডাঙ্গা https://corporatesangbad.com/495630/ |