নারী স্বাস্থ্য সচেতনতায় ‘প্রজেক্ট হার পাওয়ার’: আইএফআইসি ও শক্তি ফাউন্ডেশনের উদ্যোগ

Posted on December 12, 2024

কর্পোরেট ডেস্ক: আইএফআইসি ব্যাংক পিএলসি এবং শক্তি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) পুরানা পল্টনন্থ আইএফআইসি টাওয়ারে এ সংম্লিষ্ট একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

‘প্রজেক্ট হার পাওয়ার’ শীর্ষক বিশেষ এই ক্যাম্পেইনটি ব্যাংকের নারী গ্রাহকদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দেশব্যাপী আইএফআইসি ব্যাংকের শাখা-উপশাখায় পরিচালিত হবে।

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মোঃ রফিকুল ইসলাম ও শক্তি ফাউন্ডেশনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব অ্যাডমিনিস্ট্রেশন জনাব মোঃ শরিফুল ইসলাম স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দদের মধ্যে জনাব মনিতুর রহমান, ইকবাল পারভেজ চৌধুরী, কে এ আর এম মোস্তফা কামাল এবং শক্তি ফাউন্ডেশনের হেল্থ প্রোগ্রামের হেড অব অপারেশন মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র ম্যানেজার জনাব নিলুফা ইয়াসমীন-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।