অটোরিকশা চোরকে ধাওয়া করতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

Posted on December 12, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ভালুকায় অটোরিকশা চোরকে ধাওয়া করে ধরতে গিয়ে ছুরিকাঘাতে সাকিব সিকদার (২৫) নামের এক যুবক নিহত হয়েছে। এ সময় স্থানীয়রা অটো চোর রুহুল আমীনকে ধরে থানায় সোপর্দ করেছে।

বুধবার (১১ ডিসেম্বর) মধ্য রাতে উপজেলার হবিরবাড়ীর পাড়াগাঁও এলাকায় ঘটনাটি ঘটে।

থানা সূত্র ও নিহতের পরিবার জানায়, রাতে অটোরিকশা চুরি করে পালানোর পথে সাকিব বাধা দেয়। সেইসাথে দৌঁড়ে ছিনতাইকারীর পিছু নিলে হাতে থাকা ছুরি দিয়ে ছিনতাইকারী সাকিবকে আঘাত করলে ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা ছিনতাইকারীকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে এবং ছিনতাইকারীকে থানায় নিয়ে আসে। নিহত সাকিব সিকদার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গৌরিপুর এলাকার হাইজু সিকদারের ছেলে।

ভালুকা মডেল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির জানান, অটো রিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় বাধা দিলে ছিনতাইকারী ছুরিকাঘাত করলে সাকিব মারা যান। স্থানীয় লোকজন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছেন। এ ঘটনায় মামলায় প্রস্তুতি চলছে।