পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ১১ কোটি ৩৪ লক্ষ ৯০ হাজার ৫৯টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৫১ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ৩০০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৯.০৭ পয়েন্ট কমে ৫১০৫.৪৩ ডিএস-৩০ মূল্য সূচক ৭.৫৩ পয়েন্ট কমে ১৮৮১.৯০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ২.০৬ পয়েন্ট কমে ১১৪০.০৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৫টির, কমেছে ১৯৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ইনফিউশন, সায়হাম কটন, তৌফিকা ফুড, ড্রাগন সোয়েটার, ইন্ট্র্যাকো রি-ফুয়েলিং, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবঃ, রিলায়েন্স ইন্সুঃ মি. ফা., মেঘনা পেট্রোলিয়াম ও বেক্সিকো ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এওএল, ওরিয়ন ইনফিউশন, আমরা টেক, ওয়াটা কেমিক্যাল, ওরিয়ন ফার্মা, এসিআই, হামিদ ফেব্রিক্স, এক্সিম ব্যাংক ফার্স্ট মি. ফা., মিডল্যান্ড ব্যাংক ও খান ব্রাদার্স পিপি।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- জুট স্পিনার্স, ইন্টারন্যাশনাল লিজিং, সোনারগাঁও টেক্সটাইল, এশিয়াটিক ল্যাবঃ, জিলবাংলা সুগার, দুলামিয়া কটন, সেলভো কেমিক্যাল, অলটেক্স ইন্ডা:, এমএল ডায়িং ও নাহী অ্যালুমিনিয়াম।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫২৪৯৬৩৫২০২৭৮.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের পতনে লেনদেন শেষ https://corporatesangbad.com/495568/ |