চকরিয়ায় উত্তরা ব্যাংক পিএলসির ২৪৮তম শাখা উদ্বোধন

Posted on December 12, 2024

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় উত্তরা ব্যাংক পিএলসির ২৪৮তম শাখা উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টার সময় চকরিয়া সেইফ ওসান সিটিয় ২য় তলায় উত্তরা ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক ও আঞ্চলিক প্রধান মোহাম্মদ লিটন পাশা খানের সভাপতিত্বে উক্ত শাখার কার্যক্রম উদ্বোধন ঘোষণা করা হয়।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রবিউল হোসেন।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যথাক্রমে উত্তরা ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রেজাউল করিম,উত্তরা ব্যাংক পিএলসির মহাব্যবস্থাপক প্রধান কার্যালয় রবিউল হাসান, উত্তরা ব্যাংক পিএলসির চকরিয়া শাখা ব্যাবস্থাপক এ কে এম শাখাওয়াত হোসেন মারুফ ও উত্তরা ব্যাংক পিএলসির লোহাগড়া শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান।

এছাড়া ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবিগণ উপস্থিত ছিলেন।

উত্তরা ব্যাংক পিএলসির চকরিয়া শাখা ব্যবস্থাপক এ কে এম শাখাওয়াত হোসেন মারুফ বলেন,চকরিয়ায় উত্তরা ব্যাংক পিএলসির শাখা আসায় গ্রাহকগণ অনেক লাভবান হবে।তাদের লেনদেন করতে কোন অসুবিধা হবে।চকরিয়া হচ্ছে একটি বাণিজ্যিক এলাকা তাই ব্যবসায়ীদের সুবিধার জন্য আমাদের ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরো বলেন, চকরিয়ার সকল নাগরিকগণ উত্তরা ব্যাংক পিএলসির চকরিয়া শাখায় একাউন্ট করে ব্যাংকের কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য অনুরোধ করেন।