পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান বাংলাদেশ ফাইন্যান্স পিএলসির (বিডি ফাইন্যান্স) শেয়ার লেনদেনে কারসাজি করে সংশ্লিষ্ট সিকিউরিটিজ আইন ভঙ্গের দায়ে ৬ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৩৫ তম কমিশন সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ৩ আগস্ট থেকে ২০২১ সালের ২০ এপ্রিল ও ২১ এপ্রিল ২০২১ হতে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়কালে বাংলাদেশ ফাইন্যান্সের শেয়ার লেনদেনে কারসাজি ও সিকিউরিটিজ আইন ভঙ্গের অপরাধে জরিমানা করা হয়। যে ৬ ব্যক্তিকে জরিমানা করা হয়েছে তারা হলেন-সামির সেকান্দার, মাহির সেকান্দার, আনিকা ফারহিন, আবু সাদাত মোহাম্মদ সায়েম, আফরা চৌধুরী ও আব্দুল মবিন মোল্লাহ এছাড়াও ২টি প্রতিষ্ঠান সিটি জেনারেল ইন্সুরেন্স ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে মোট ৭০ কোটি ৫৬ লাখ টাকা দন্ডে দন্ডিত করা হেয়েছে।
আলোচিত ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে সামির সেকান্দারকে, যার পরিমাণ ৩২ কোটি ২৫ লাখ টাকা। এর মধ্যে একটি অপরাধে তাকে ২৩ কোটি ২৫ লাখ টাকা এবং অন্য এক অপরাধে ৯ কোটি টাকা জরিমানা করা হয়। দ্বিতীয় সর্বোচ্চ ২১ কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয়েছে বিনিয়োগকারী আবু সাদাত মোহাম্মদ সায়েমকে। তাকে একটি অপরাধে ১৭ কোটি টাকা এবং অন্য এক অপরাধে ৪ কোটি ৯০ লাখ টাকা জরিমানা করা হয়। আনিকা ফারহানকে ৭ কোটি ৫০ লাখ টাকা, আফরা চৌধুরীকে ৩৫ লাখ টাকা এবং আব্দুল মবিন মোল্লাহকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, ঘোষণা না দিয়ে শেয়ার কেনার মাধ্যমে আইন লংঘন করায় আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডকে ৭ কোটি ১০ লাখ টাকা এবং সিটি জেনারেল ইন্স্যুরেন্সকে ৮৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বিডি ফাইন্যান্সের শেয়ার কারসাজির দায়ে ৬ ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে জরিমানা https://corporatesangbad.com/495387/ |