সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে এগারটায় মেথিকান্দা রেলওয়ে স্টেশন সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
ধারণা করা হচ্ছে, গতকাল সোমবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টার মধ্যে যে কোনো ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে।
নিহত ব্যক্তির আনুমানিক বয়স ২৫। তাঁর পড়নে ছিল হালকা নীল রংয়ের ফুলহাতা গেঞ্জি এবং সাদা-কালো চেকের ট্রাউজার। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছে রেলওয়ে পুলিশ।
স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশ জানায়, আজ মঙ্গলবার সকালে মেথিকান্দা রেলস্টেশনের ২০০ গজ দূরে রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। পরে স্থানীয় লোকজন মেথিকান্দা স্টেশনের মাস্টার আশরাফ আলীকে জানালে তিনি রেলওয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা সাড়ে ১১টায় নরসিংদী রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নরসিংদী রেলওয়ে ফাঁড়ির (ইনচার্জ) উপপরিদর্শক মোহাম্মদ শহীদুল্লাহ জানান, ধারনা করা হচ্ছে গতকাল রাত ২টা থেকে আজ মঙ্গলবার ভোর ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা কোন ট্রেনের ধাক্কায় তাঁর মৃত্যু হয়েছে। তাঁর কপাল ও হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরিচয় উদ্ধারের চেষ্টা চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
রায়পুরায় রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার https://corporatesangbad.com/495307/ |