আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের মধ্যে চুক্তি স্বাক্ষর

Posted on December 10, 2024

কর্পোরেট ডেস্ক: আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক (এআইবি) পিএলসি. এবং দেশের শীর্ষস্থানীয় পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এর মধ্যে বাই ওয়ান গেট ওয়ান (বোগো) চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও হোটেলের জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ের নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মাদ সাখাওয়াত উল্লাহ্, মোহাম্মাদ আরিফ হাসান, হোটেলের মার্কেটিং ডিরেক্টর সাদমান সালাউদ্দিন এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

চুক্তি অনুসারে আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের প্লাটিনাম কার্ডহোল্ডাররা হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন।