সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

Posted on December 10, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০৫টি কোম্পানির ১৬ কোটি ৩২ লক্ষ ৯৩ হাজার ১৭১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৮৩ কোটি ৪ লাখ ৭৩ হাজার ১৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ০.১৫ পয়েন্ট কমে ৫১৬৬.৮৩ ডিএস-৩০ মূল্য সূচক ০.৪৩ পয়েন্ট কমে ১৯০৩.৬২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ০.৪২ পয়েন্ট বেড়ে ১১৫৪.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৫টির, কমেছে ১৪৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- সায়হাম কটন, বেক্সিকো ফার্মা, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুড, এশিয়াটিক ল্যাবঃ, ড্রাগন সোয়েটার, নিউ লাইন, এনআরবি ব্যাংক, আইসবি ও ব্র্যাক ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সায়হাম টেক্স, সায়হাম কটন, তাক্কাফুল ইন্সুঃ, প্যারামাউন্ট টেক্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং, ক্রিস্টাল ইন্সুঃ, আইসিবি এমপ্লয়ী প্রভিডেন্ট মি. ফা-১, ভ্যানগার্ড এএমএল বিডি মি. ফা.১, মেঘনা ইন্সুঃ ও ফিনিক্স ইন্সুঃ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আলিফ ইন্ডাঃ, এমারেল্ড অয়েল, ওরিয়ন ইনফিউশন, খান ব্রাদাস পিপি, তৌফিকা ফুড, রূপালি লাইফ ইন্সুঃ, সিনোবাংলা ইন্ডাঃ, মুন্নু সিরামিকস, প্রাইম ফাঃ ফার্স্ট মি. ফা ও জেনেক্স ইনফোসিস।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৬১৮৪০৭৫৩৬৫৮১.০০।