পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আইটি কনসালটেন্টস পিএলসি’র (আইটিসি) ২৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৩-২৪ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের জন্য ১১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টায় অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সভায় উপস্থিত ছিলেন- কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. কাজী সাইফুদ্দিন মুনীর, স্বতন্ত্র পরিচালক মোঃ কামাল উদ্দিন, এফসিএ, স্বতন্ত্র পরিচালক দাশগুপ্ত অসীম কুমার, শ্যামল কান্তি কর্মকার, সিএফও, কোম্পানি সচিব শ্রী অনিন্দ্য সরকার এফসিএস এবং অন্যান্য বিদেশী পরিচালকবৃন্দ।
ডিএসই সূত্রে জানা যায়, ২০২৩ সালের সমাপ্ত বছরের আইটি কনসালটেন্টস পিএলসির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৫ টাকা যা ২০২২ সালে ছিল ১.৮৭ টাকা, ২০২১ সালে ছিল ১.৫৪ টাকা, ২০২০ সালে ছিল ১.২১ টাকা ও ২০১৯ সালে ছিল ১.৫৭ টাকা। একই বছরে কোম্পানির শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৯ টাকা যা ২০২২ সালে ছিল ১৭.১৫ টাকা, ২০২১ সালে ছিল ১৬.৪৮ টাকা, ২০২০ সালে ছিল ১৫.৯৩ টাকা ও ২০১৯ সালে ছিল ১৬.২৭ টাকা।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ১০% নগদ, ২০২২ সালে ৬%, ২০২১ সালে ৫% নগদ, ২০২০ সালে ৫% নগদ ও ২০১৯ সালে ৫% নগদ লভ্যাংশ দিয়েছে।
৩০ নভেম্বর ২০২৪ সমাপ্ত বছরে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালকের হাতে রয়েছে ৫১.০৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর হাতে রয়েছে ১৭.৯৫ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে ৩০.৯৬ শতাংশ শেয়ার।
ডিএসই তথ্য অনুসারে, আইটি কনসালটেন্টস পিএলসি ২০০ কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ২০১৬ সালে তালিকাভুক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে ’এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমান ১২৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার টাকা। কোম্পানির মোট শেয়ার ১২ কোটি ৮৫ লাখ ৯২ হাজার ৬৬৪ টি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আইটি কনসালটেন্টসের ১১ শতাংশ লভ্যাংশ অনুমোদন https://corporatesangbad.com/495271/ |