চুয়াডাঙ্গায় দেড় কোটি টাকার স্বর্ণ ফেলে পালালো চোরাকারবারি

Posted on December 10, 2024

আহসান আলম, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার নাস্তিপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ১ কেজি স্বর্ণেরবার জব্দ করেছে (বিজিবি-৬)। এ সময় কাউকেই আটক করতে সক্ষম হয়নি বিজিবি সদস্যরা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে স্বর্ণ চোরাচালান করা হবে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে বারাদী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার খন্দকার ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সীমান্ত পিলার ৮০ হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাস্তিপুর আমবাগানের মধ্যে ওঁৎ পেতে থাকেন। এ সমহ সন্দেহভাজন একজন ব্যক্তি সীমান্তের দিক অতিক্রম করতে দেখে বিজিবির টহলদল তাকে চ্যালেঞ্জ করলে তার কাছে থাকা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল ব্যাগটি উদ্ধার করেন এবং খাকী রংয়ের স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় আনুমানিক ০১ কেজি ১৬৪ গ্রাম (৯৯.৭৯ ভরি) ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করে।

বিজিবি আরও জানায়, জব্দকৃত স্বর্ণেরবারের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৪৫ লাখ টাকা। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দর্শনা থানায় মামলা দায়ের করা হয়েছে। এব জব্দকৃত স্বর্ণের বারগুলি চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।