ইউনিয়ন ব্যাংকের শাখা পর্যায়ে গ্রাহকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Posted on December 9, 2024

কর্পোরেট ডেস্ক: সোমবার (৯ ডিসেম্বর) ইউনিয়ন ব্যাংকের গ্রাহকদের আস্থা অধিকতর বৃদ্ধির লক্ষ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান ও সম্মানিত পরিচালকবৃন্দ এবং প্রধান কার্যালয়ের নির্বাহীগণ ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী শাখাসমূহের সম্মানিত আমানতকারী, বিনিয়োগ গ্রহীতা, শুভাকাক্সক্ষী ও শুভানুধ্যায়ীদের সাথে প্রতিটি শাখায় মতবিনিময় করেন।

সভায় ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং ইউনিয়ন ব্যাংকের কর্মপরিকল্পনা আগত অতিথিদের মাঝে তুলে ধরা হয়। গ্রাহকবৃন্দ ব্যাংকের চেয়ারম্যান, পরিচালকবৃন্দ এবং নির্বাহীবৃন্দদের কাছে পেয়ে অত্যন্ত আনন্দিত হন এবং তাঁদের সাথে মতবিনিময়ের জন্য ইউনিয়ন ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তাঁরা আরো বলেন, আমরা ইউনিয়ন ব্যাংকের সাথে ছিলাম, আছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।