চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা শহরতলীর দৌলতদিয়াড়ে যৌথ অভিযানে মাদকসহ তরিকুল ইসলাম (৪০) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। সোমবার দুপুরে সাড়ে ১২টর দিকে চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় এ অভিযান চালানো হয়।
অভিযানকালে চিহ্নিত মাদক কারবারি তরিকুল ইসলামকে তার বাড়ি থেকে আটক করে এবং তার হেফাজতে থাকা ৪ বোতল বিদেশী মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। আটক মাদক কারবারি তরিকুল ওই এলাকার আহসান হাবীবের ছেলে।
অভিযান সুত্রে জানা গেছে, সোমবার দুপুরে ৫৫ পদাতিক ডিভিশনের ওয়ারেন্ট অফিসার জাহিদুল আলম ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে চুয়াডাঙ্গার শহরতলীর দৌলতদিয়াড় বঙ্গজপাড়ায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একই এলাকার আহসান হাবীবের ছেলে চিহ্নিত মাদক কারবারি তরিকুলকে তার বাড়িতে থেকে আটক করা হয়। আটকের পর তার হেফাজতে থাকা ৪ বোতল অবৈধ বিদেশী মদ ও ৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আটক মাদক কারবারি তরিকুলকে আটকের পর উদ্ধারকৃত মাদকসহ তার বিরুদ্ধে পরিদর্শক নাজমুল হোসেন খান বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
চুয়াডাঙ্গায় বিদেশি মদ-ফেনসিডিলসহ মাদক কারবারি আটক https://corporatesangbad.com/495157/ |