প্রিমিয়ার ব্যাংকের পদোন্নতি পেলেন ৪৬৫ জন কর্মকর্তা-কর্মচারী

Posted on December 9, 2024

কর্পোরেট ডেস্ক : দেশের এই ক্রান্তিলগ্নে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ৪৬৫ জন কর্মকর্তা-কর্মচারীকে পদোন্নতি দেয়া হয়েছে। এই দুঃসময়ে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে এই পদোন্নতি পাওয়ায় ব্যাংকের সবাই উজ্জীবিত।

এবছরের পদোন্নতিপ্রাপ্ত সকল কর্মকর্তাকে নিয়ে উৎসবমুখর পরিবেশে একটি ওয়েবিনারের আয়োজন করা হয় যেখানে প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, মোহাম্মদ আবু জাফর বলেন “দক্ষ ব্যাংকারের মাধ্যমে সন্তোষজনক সেবা প্রদান করেই একটি ব্যাংক সফল হতে পারে। নিবেদিত কর্মীর কাজের মূল্যায়ন ব্যতিরেকে দক্ষ ও পেশাদার ব্যাংকার তৈরি করা সম্ভব নয়। আমি বিশ্বাস করি এবারের পদোন্নতিপ্রাপ্ত ব্যাংকাররা গ্রাহকদের আরও ভাল সেবা যেমন প্রদান করবেন, ঠিক তেমনি আরও বেশি দায়িত্ব নিয়ে ব্যাংকের প্রতি নিবেদিত হয়ে কাজ করবেন।

বিগত ডিসেম্বর ৩ তারিখে ব্যাংকের মানবসম্পদ বিভাগের একটি সার্কুলারের মাধ্যমে সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীদের এই পদোন্নতি দেয়া হয়। উল্লেখ্য যে, প্রিমিয়ার ব্যাংক স্বচ্ছ প্রক্রিয়ায় প্রতিবছর উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতির মাধ্যমে ব্যাংকের সুশাসন বজায় রাখার ক্ষেত্রে বদ্ধপরিকর।