রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী

Posted on October 17, 2023

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, কক্সবাজার প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতারের নেতৃত্বে প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে ঢাকা থেকে কক্সবাজার পৌছান আফরিন আখতারের নেতৃত্ব চার সদস্যের প্রতিনিধি দল। কক্সবাজার পৌছে সড়ক পথে চলে যান উখিয়া শরনার্থী শিবিরে।

শুরুতেই ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরনার্থীদের সাথে কথা বলেন তিনি। এছাড়াও ইউএন এর কার্যক্রম পরিদর্শন করেন প্রতিনিধিরা। পাশাপাশি বিভিন্ন এনজিও সংস্থার কার্যক্রমও প্রত্যক্ষ করেন তারা।

সকালে প্রতিনিধিদল উখিয়ার কুতুপালং ক্যাম্প ৪ এর ইউএনএইচসিআর-এর রেজিস্ট্রেশন সেন্টার পরিদর্শন করেন। এরপর ক্যাম্প ২ এর নারী উন্নয়ন কেন্দ্র পরিদর্শনে যান, সেখান থেকে যান ক্যাম্প ১১ এর ডব্লিউএফপির ই ভাউচার আউটলেট এ। সবশেষে তিনি রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত মাঝিদের সাথে মতবিনিময় করবেন।

বিকেলে কক্সবাজারের শরণার্থী ত্রান ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয়ে বৈঠক করবেন আফরিন আখতাররা। বৈঠক শেষে সন্ধ্যায় কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রতিনিধি দলের।

এর আগে সোমবার সকালে তিনদিনের সফরে ঢাকায় পৌঁছান পররাষ্ট্র দফতরের মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার।