ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের তারাকান্দায় ঘরের সিলিংফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে মোছাঃ ইয়াসমিন আক্তার (১২) নামের এক কিশোরীর আত্নহত্যার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে তারাকান্দা উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইয়াসমিন উপজেলার কাকনী ইউনিয়নের পঙ্গুয়াই গ্রামের উসমান গণির মেয়ে।
তারাকান্দা থানা পুলিশের এসআই তৌকির আহমেদ তালুকদার জানান, আজ সকালে বসত ঘরের দরজা বন্ধ করে ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করে ইয়াসমিন। বিষয়টি টের পেয়ে ভিকটিমের বড়ভাই ঘরের দরজা ভেঙ্গে মৃত অবস্থায় ইয়াসমিনকে ঘরের বাইরে বের করে। পরে আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভিকটিমের লাশ ঘরের বাইরে পেয়েছি। ভিকটিমের লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেজল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।তদন্তকাজ চলমান রয়েছে।ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে। থানায় সকল আইনগত প্রক্রিয়া চলছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তারাকান্দায় গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্নহত্যা https://corporatesangbad.com/494945/ |