এনসিসি ব্যাংকের উদ্যোগে “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

Posted on December 7, 2024

কর্পোরেট ডেস্ক: এনসিসি ব্যাংক এর উদ্যোগে ব্যামেলকোদের জন্য “মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ” শীর্ষক দিনব্যাপী এক সম্মেলন শনিবার (৭ ডিসেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন এর সভাপতিত্বে উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মোঃ রাফাত উল্লা খান স্বাগত বক্তব্য রাখেন। এসময় অন্যানের মধ্যে বিএফআইইউ এর যুগ্ম পরিচালক মোঃ মোশাররফ হোসেন ও মোঃ হাফিজুর রহমান খান, এনসিসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ মাহবুব আলম, মোঃ জাকির আনাম ও মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসভিপি ও ডেপুটি ক্যামেলকো মোঃ বাকের হোসেন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন অঞ্চলের অঞ্চল প্রধানগণ, করপোরেট শাখার ব্যবস্থাপকবৃন্দসহ অন্যান্য শীর্ষ নির্বাহীবৃন্দ এবং সিসিইউ এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ব্যাংকের ১২৮ জন ব্যামেলকো অংশগ্রহন করেন।

বিএফআইইউ এর পরিচালক মুহাম্মদ আনিছুর রহমান অংশগ্রহণকারী কর্মকর্তাদের ব্যাংকিং অঙ্গনে মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ব্যাংক তথা দেশ ও জাতির স্বার্থে মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাস বিরোধী আইন ব্যাংকিং ক্ষেত্রে প্রয়োগে যথাযথ ভূমিকা রাখতে এনসিসি ব্যাংকের ব্যামেলকোদের প্রতি আহবান জানান।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম.শামসুল আরেফিন বিশেষ অংশগ্রহণকারী কর্মকর্তাদের মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের কলাকৌশল ভালোভাবে রপ্ত করে ব্যাংকের ভাবমূর্তি রক্ষায় কাজ করতে আহ্বান জানান। তিনি উপস্থিত কর্মকর্তাদের মানি লন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধকল্পে সংশ্লিষ্ট বিধিবিধান পরিপালন করে সতর্কতার সঙ্গে কাজ করারও পরামর্শ দেন।

ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো মোঃ রাফাত উল্লা খান ব্যাংক একাউন্ট খোলা এবং রেমিট্যান্স গ্রহন ও প্রেরণের ক্ষেত্রে গ্রাহক পরিচিতি সম্পর্কিত সঠিক ও যথাযথ তথ্য সংগ্রহ ও সংরক্ষণে অধিকতর সচেতন হওয়ার জন্য ব্যাংক কর্মকর্তাদের নির্দেশ দেন।