এন জি চক্রবর্তী
(পূর্ব প্রকাশিতের পর) ৪৪তম অংশ
দ্বিতীয় ভাগ।
চৌত্রিশ অধ্যায়।
বছর শেষের ক্লোজিং।
এরপর শুরু হলো বুক ক্লোজিং। আপনি মেমোরেন্ডাম, জার্নাল ও লেজার ক্লোজ করুন। তারপর, সবকিছু পরিষ্কার করার জন্য এর আগে যেভাবে বলেছি সেভাবে কাজ করুন। একটা সাদা কাগজে পুরানো লেজারের যেসব ব্যালান্সগুলো এখনো ক্লোজ করা হয়নি তার সব ডেবিটকে ডেবিট কলামে আর ক্রেডিগুলোকে ক্রেডিট কলামে লিখে প্রতিটি কলাম যোগ করুন। দেখবেন, দুটো কলামের যোগফল সমান। এতে আপনি নিশ্চিত হতে পারেন যে, আপনার হিসাব সঠিকভাবে রাখা হয়েছে যার কারণ ১৪নং অধ্যায়ে বলা হয়েছে।
যখন দুপাশ সমান হবে না তখন বুঝবেন লেজারের কোথাও না কোথাও কোন না কোন ভুল রয়ে গেছে। সে ভুল বার করার জন্য ঈশ্বর প্রদত্ত আপনার বুদ্ধি বিবেচনা প্রয়োগ করুন। আর নইলে এ বইয়ের শুরুতেই যা বলেছি, ব্যবসা চালানোর মত বুদ্ধি আপনার নেই। আর আপনার এ্যাকাউন্ট্যান্ট যদি নির্বোধ হয় তবে আপনি অন্ধের পেছনে দৌঁড়াচ্ছেন আর তাতে যা ক্ষতি হবার তা আপনারই হবে। কাজেই, একজন দক্ষ হিসাবরক্ষক হওয়ার জন্য পরিশ্রম করুন।
ভাল বা দক্ষ হিসাবরক্ষক হওয়ার জন্য এ পর্যন্ত যা যা প্রয়োজন তা বলা হয়ে গেছে। এ বইয়ের যথাস্থানে সঠিক হিসাবরক্ষণের জন্য প্রয়োজনীয় সবকিছু চমৎকারভাবে বর্ণনা করা হয়েছে। যাতে আপনি সহজেই এ বইয়ের শুরুতে দেয়া সূচীপত্র অনুসরণ করে আপনার দরকারী জিনিস পেতে পারেন। উপরন্তু ১২নং অধ্যায়ে যে কথা আমি আপনাদেরকে দিয়েছি সে অনুযায়ী আমি এরপরের অধ্যায়ে আমার বক্তব্যের সারকথা আমি আবার বলছি। এ সারমর্মটাও আপনার জন্য প্রয়োজনীয় ও কাজে লাগবে।
আমার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যেন তিনি দয়া করে আমাকে না ভোলেন আর যাতে আমি তাঁর গুণের প্রশংসা করতে পারি।
(পরবর্তী কিস্তির জন্য আগামী শনিবারের সংখ্যা দেখুন)
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ফ্রা লুকা ডি প্যাসিওলি’র ‘পার্টিকুলারিস ডি কম্পিউটিস এট স্ক্রিপচার্স’ (এ্যাকাউন্টিং বুকস্ এ্যান্ড রেকর্ডস) এর অধ্যাপক জেরেমি ক্রিপসকৃত ইংরেজি অনুবাদ থেকে বঙ্গানুবাদ https://corporatesangbad.com/494893/ |