বগুড়ায় এসে সারজিস আলম যা বললেন

Posted on December 7, 2024

বগুড়া প্রতিনিধি: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই ফাউন্ডেশনের সাধারন সম্পাদক সারজিস আলম বলেছেন, ভারত যদি মনে করে বিগত ১৬ বছর যে ভাবে আওয়ামীলীগকে নিরাপত্তা দিয়ে বাংলাদেশকে শুষে নিয়েছে, সেই সুযোগ বাংলাদেশের জনগন আর দিবে না। ভারতের সাথে সম্পর্ক প্রতিবেশীর মত হবে উল্লেখ করে সারজিস আলম বলেন সম্পর্ক তিক্ততার হবে কি না তা ভারত কাজের মাধ্যমে নির্ধারন করবে।

বগুড়ায় ব্যক্তিগত এবং পারিবারিক সফরে এসে শুক্রবার সন্ধ্যায় সারজিস আলম সাংবাদিকের একথা বলেন।

তিনি আরো বলেন, বগুড়ায় আমি প্রথম এসেছি।বগুড়া নেমেই যা দেখেছি তাতে মনে হয়েছে ৬৪ জেলার মধ্যে নামের কারনেই বগুড়া জেলা ১৬ বছর বৈষম্যের শিকার হয়েছে। বগুড়া নামের কারনেই ১৬ বছরে বগুড়ার কোন উন্নয়ন হয়নি। তিনি বলেন বাংলাদেশে মানুষ এখন শতভাগ ঐক্যবদ্ধ। ভারতের কিছু মেরুদন্ডহীন মিডিয়া সাম্প্রদায়িক প্রপাগান্ডা চালাচ্ছে, সাম্প্রদায়িক উস্কানী দেয়া হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গের কিছু মিডিয়ার মাধ্যমে।

বগুড়া শহরের মালতিনগর স্টাফ কোয়ার্টার বটতলায় অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক মোহাম্মদ আলীর বাসায় সারসিজ আলম পারিপারিক সফরে আসেন। সাথে তার বাবা- মা ছিলেন। সারজিস আলম সাংবাদিকদের সাথে কথা বলার আগেই বলেন ব্যক্তিগত বিষয়ে কোন প্রশ্ন করা যাবে না। যে বাড়িতে তিনি এসেছিলেন সেই বাড়ির মালিক মোহাম্মদ আলীও এবিষয়ে মুখ খোলেননি।