বগুড়া সোনাতলার সাবেক মেয়র গ্রেপ্তার, দেশীয় অস্ত্র উদ্ধার

Posted on December 5, 2024

বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনাতলা পৌরসভার সাবেক মেয়র ও বগুড়া জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আলহাজ জাহাঙ্গীর আলম আকন্দ নান্নুকে (৬৫) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত ২টার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান তাকে গ্রেপ্তার করা হয়।

সোনাতলা থানার অফিসার ইনচার্জ মিলাদুন নবী জানান, গ্রেপ্তারের সময় তার বাড়ি থেকে ৬টি ধারালো হাসুয়া, ৫টি চাকু, ৬টি চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। অস্ত্র আইনে মামলা দিয়ে তাকে বগুড়া জেলা আদালতে পাঠানো হয়।