সিংগাইরে দুধর্ষ ডাকাতি, ১০ লক্ষ টাকার মালামাল লুট

Posted on December 5, 2024

নিজস্ব প্রতিবেদক : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার পশ্চিম জামির্ত্তা গ্রামের আব্দুস সালামের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (৪ ডিসেম্বর) দিবাগত রাত ২ টার দিকে মুখোশধারী ডাকাত দল স্বর্ণালংকার,নগদ টাকাসহ ১০ লক্ষ টাকার মালামাল লুটে নেয়।

গৃহকর্তার ছেলে উজ্জল হোসেন জানান, জানালার গ্রীল ও দরজার তালা ভেঙ্গে ঘরে ঢুকে ৮-১০ জনের মুখোশধারী ডাকাতদল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তারা আলমারি ও সুকেজ ভেঙ্গে ৪ ভরি স্বর্ণালংকার, ৭০ ভরি রোপা ও নগদ ৪ লাখ টাকাসহ অন্যান্য মালামাল লুট করে। তিনি আরো বলেন, ডাকাত দল ঘন্টাব্যাপী তান্ডব চালিয়ে তাদের পরিবার থেকে ১০ লক্ষ টাকার মালামাল লুটে নেয়। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

এদিকে, একই রাতে উপজেলার বায়রা ইউনিয়নের গাড়াদিয়া উত্তরপাড়া গ্রামের রিপন মিয়ার বাড়িতে লবনের সাথে চেতনানাশক ওষুধ মিশিয়ে খাইয়ে রাতে জানালা ভেঙ্গে ঘরে ঢোকার চেষ্টা করে। গৃহকর্তার ছেলে রিফাত টের পেয়ে ঘরের বাহিরে এলে চোরেরা তাকে আঘাত করে। তার ডাক চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে নিজাম উদ্দিন নামের এক চোরকে ধরে ফেলে। এ সময় তার সাথে থাকা বাকী দু’জন পালিয়ে যায়। আটককৃত চোর নিজামকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। সে একই ইউনিয়নের কালিনগর গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোসারফ হোসেন বলেন, ডাকাতির ঘটনা আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। তদন্ত কেন্দ্রের আইসি হয়তো জানতে পারেন। তবে চুরির ঘটনায় একজনকে আটকের কথা স্বীকার করেন তিনি।

এ ব্যাপারে শান্তিপুর (বাঘুলি) তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) পুলিশ পরিদর্শক রনজিৎ সাহাকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।