নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুতালড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন বাচ্চুকে ঢাকা থেকে ডিবির (ঢাকা) একটি দল আটক করেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে হরিরামপুর থানার ওসি মুমিন খান গোলজার হোসেন বাচ্চুকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।
ওসি মুমিন খান জানান, ঢাকা শহরের একটি বাসা থেকে ঢাকা ডিবির একটি টিম উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সুতালড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন বাচ্চুকে আটক করে। তার বিষয়ে ডিবি থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন। গোলজার হোসেনের বিরুদ্ধে হরিরামপুর থানায় একটি মামলা থাকলেও তিনি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন। বিষয়টি আমরা ডিবি পুলিশকে জানিয়ে দিয়েছি। তবে কোন মামলায় তাকে আটক করা হয়েছে তা তিনি জানেননা।
গোলজার হোসেন বাচ্চুর ছেলে সাদ্দাম হোসেন সেতু জানান, গত পরশু রাত থেকে তার বাবার খোঁজ পাচ্ছিলেননা। তার বাবার নাম্বারও বন্ধ পান। এরপর তার বাবা ঢাকা থেকে গ্রেপ্তার হয়েছেন বলে একটি নাম্বার থেকে কল করে তাদের জানিয়েছেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
হরিরামপুর উপজেলা আ.লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলজার আটক https://corporatesangbad.com/494807/ |