আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ ভিয়েতনামে সামরিক প্রশিক্ষণ অনুশীলনের সময় বিস্ফোরণে ১২ সেনা নিহত হয়েছে। ভিয়েতনামের রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এএফপি এ খবর জানায়।
সোমবার রাতে দক্ষিণ ভিয়েতনামের শিল্প কেন্দ্র ডং নাইতে ৭তম সামরিক অঞ্চলের একটি সামরিক শুটিং রেঞ্জে এ বিস্ফোরণটি ঘটে।
স্থানীয় একটি সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, প্রচণ্ড ঝড়ের সময় সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহন করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে আর তাতেই বিস্ফোরণ ঘটে।
সপ্তম সামরিক সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ এখনও নিহতদের বেশ কয়েকটি লাশের সন্ধান করছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভিয়েতনামে আকস্মিক বিস্ফোরণে ১২ সেনা নিহত https://corporatesangbad.com/494789/ |