প্রাইম ইসলামী লাইফ-মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গ্রুপ স্বাস্থ্যবীমা চুক্তি

Posted on December 4, 2024

কর্পোরেট ডেস্ক: প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর গ্রুপ স্বাস্থ্যবীমা সংক্রান্ত একটি চুক্তি বুধবার (৪ ডিসেম্বর) স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসার ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ এবং প্রাইম ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম উপস্থিত ছিলেন ।

এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের মুহাম্মদ মহিউদ্দিন আহমেদ, পরিচালক হিসাব (চলতি দায়িত্ব), রেজিস্ট্রার ড. মোহা: তৌহিদুল ইসলাম, মোহাম্মদ আব্দুল মোতালেব উপ-রেজিস্ট্রার এবং প্রাইম ইসলামী লাইফের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও উন্নয়ন প্রশাসন বিভাগের ইনচার্জ মোঃ আনিছুর রহমান মিয়া, গ্রুপ ইন্স্যুরেন্স বিভাগের ভিপি মোঃ সাদিকুর রহমান প্রমুখ।