বিনোদন ডেস্ক : ভারত ও পাকিস্তানের প্রেক্ষাগৃহে মুক্তির অনুমতি পেলো না ঢালিউড সুপারস্টার শাকিব খান ও বলিউডের সোনাল চৌহান অভিনীত বিগ বাজেটের সিনেমা ‘দরদ’। গত শুক্রবার (১৫ নভেম্বর) দেশের ৮৩টি প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দরদ’। এছাড়া বিশ্বের ২২টি দেশে একযোগে মুক্তি পেয়েছে সিনেমাটি।
জানা যায়, বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা ‘দরদ’ ভারতের প্রেক্ষাগৃহে মুক্তি বন্ধ রয়েছে। এদিকে প্রিভিউয়ের পর পাকিস্তানেও সিনেমাটি মুক্তির অনুমতি পায়নি।
এদিকে দেশের ৮৩ টি প্রেক্ষাগৃহে মুক্তির পরই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। কিন্তু দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে মুক্তির দ্বিতীয় দিন থেকেই দর্শক কমতে শুরু করে ‘দরদ’-এর।
এ প্রসঙ্গে পরিচালক অনন্য মামুন সংবাদমাধ্যমকে বলেন, একটি প্রিভিউ কমিটি প্রত্যাখ্যান করেছে। আরও কমিটি আছে, তারা দেখার পর গৃহীত হতে পারে।ভারতে ছবি মুক্তি পেল না কেন জানতে চাইলে তিনি বলেন, ভারতে ছবি মুক্তির ব্যাপারে কথা চলছে। আগামী মাসে ইতিবাচক খবর জানতে পারবো।
রোমান্টিক ও থ্রিলারধর্মী ‘দরদ’ সিনেমায় তিনটি ভিন্ন লুকে ধরা দিয়েছেন শাকিব। সিনেমাটিতে তার অভিনীত চরিত্র ‘দুলু মিয়া’। তাকে কখনও বোকা, কখনও পাগল, কখনও প্রেমিক আবার কখনও খুনি রূপে দেখা গেছে।
উল্লেখ্য, ‘দরদ’-এ শাকিবের সঙ্গে প্রথমবারের মতো পর্দায় দেখা মিলছে বলিউডের সোনালের। সিনেমায় শাকিব, সোনাল ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন টালিউডের পায়েল সরকার। এছাড়াও রয়েছেন বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, এলিনা শাম্মী, ইমতু রাতিশ, রাহুল দেব, সাফা মারিয়া, জেসিয়া ইসলামসহ অনেকে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ভারতে বন্ধ, পাকিস্তানও ফিরিয়ে দিল শাকিবের 'দরদ' সিনেমা https://corporatesangbad.com/494654/ |