চুয়াডাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

Posted on December 4, 2024

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর ও জীবননগর উপজেলায় পৃথকস্থানে সড়ক দূর্ঘটনায় দুজন নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) সন্ধা ৬টা থেকে রাত ৮ টার মধ্যে এ দুটি দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হরিশপুর গ্রামের হাটপাড়ার নাজিম উদ্দিনের ছেলে আলমসাধু চালক সেলিম (২৫) ও জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের করচাডাঙ্গা গ্রামের আব্দুল্লাহ গাজীর মেয়ে রাফিয়া খাতুন (৪)

দর্শনা থানাধীন হিজলগাড়ী ক্যাম্প পুলিশের ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাত ৮ টার দিকে সদর উপজেলার হিজলগাড়ী মাদরাসার অদূরে এল ব্লকের নিকট চলন্ত আলমসাধু উলটে চালক সেলিম ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করা হয়ে। নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে, জীবননগর থানাধীন শাহাপুর ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মেহেদি বলেন, সন্ধার পর অন্ধকার নেমে আসলে সেই সময় রাস্তার উপর দাঁড়িয়ে ছিল ছোট্ট শিশু রাফিয়া। এ সময় অন্ধকারে আলমসাধুর ধাক্কায় ঘটনাস্থলেই রাফিয়ার মৃত্যু হয়। অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।