বিবিসিরর প্রভাবশালী ১০০ নারীর তালিকায় বাংলাদেশি রিক্তা

Posted on December 3, 2024

অনলাইন ডেস্ক : ব্রিটিশ ব্রডকাস্ট করপোরেশনর (বিবিসি) ২০২৪ সালের ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের উত্তরাঞ্চলের এক নারী। তিনি রিক্তা আক্তার বানু।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) চলতি বছরের জন্য বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীকে নিয়ে করা তালিকাটি প্রকাশ করেছে বিবিসি।

প্রতিষ্ঠানটি পৃথক পাঁচ বিভাগে বেছে নিয়েছে ১০০ নারীকে। বিভাগগুলো হচ্ছে জলবায়ুকর্মী, সংস্কৃতি ও শিক্ষা, বিনোদন ও ক্রীড়া, রাজনীতি ও অ্যাডভোকেসি এবং বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি। এসবের মধ্যে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তি বিভাগে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের নারী রিক্তা।

তার পরিচয়ে বলা হয়েছে, তিনি একজন নার্স এবং স্কুলের প্রতিষ্ঠাতা। রিক্তা জানিয়েছেন, বাংলাদেশের উত্তরাঞ্চলের একটি প্রত্যন্ত এলাকায় বসবাস তার। সেখানে প্রতিবন্ধী শিশুদের অভিশাপ মনে করেন অনেকে। তার মেয়েও প্রতিবন্ধী। তার মেয়ে সেরিব্রাল পালসিতে আক্রান্ত। এই মেয়েকে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করতে যাওয়ায় স্কুল কর্তৃপক্ষ সেই মেয়েকে ভর্তি নিতে অস্বীকৃতি জানায়। এরপর রিক্তা নিজেই তার জমি বিক্রি করে একটি স্কুল প্রতিষ্ঠা করেন।

রিক্তার প্রতিষ্ঠিত ডিজঅ্যাবিলিটি স্কুলে বর্তমানে শিক্ষার্থী রয়েছে ৩০০ জন। প্রতিবন্ধিতার ব্যাপারে সমাজের দৃষ্টিভঙ্গি বদলে দেয়ার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রেখেছে তার এই প্রতিষ্ঠানটি। প্রাথমিকভাবে এটি প্রতিবন্ধী বা শেখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে এমন শিশুদের জন্য প্রতিষ্ঠা করেছিলেন। তবে বর্তমানে এটি বিভিন্ন ধরনের বুদ্ধিবৃত্তিক ও শারীরিক প্রতিবন্ধকতার শিকার শিশুশিক্ষার্থীদের সেবা প্রদান করছে।

বিবিসির চলতি বছরের বিশ্বের অনুপ্রেরণাদায়ী ও প্রভাবশালী ১০০ নারীদের এই তালিকায় জায়গা করে নেয়া অন্যদের মধ্যে রয়েছেন শান্তিতে নোবেলজয়ী নাদিয়া মুরাদ, নভোচারী সুনীতা উইলিয়ামস, ধর্ষণের শিকার হওয়া জিসেস পেলিকট।

এছাড়াও রয়েছেন হলিউড অভিনেত্রী শ্যারন স্টোন, অলিম্পিক অ্যাথলেট রেবেকা আন্দ্রাদে ও অ্যালিসন ফেলিক্স, সংগীতশিল্পী রে, ভিজ্যুয়াল অ্যার্টিস্ট ট্রেসি এমিন, জলবায়ুকর্মী আদেনিকে ওলাদোসে, লেখক ক্রিস্টিনা রিভেরা গারজাসহ আরও অনেকে।