পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (৩ ডিসেম্বর) মূল্যসূচকের উত্থানের মধ্য দিয়ে বেড়েছে লেনদেন। বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৪০২টি কোম্পানির ২২ কোটি ৭ লক্ষ ১৪হাজার ৬৪০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫১২ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ৬৫৬ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৪.১১ পয়েন্ট বেড়ে ৫২২৬.০৫ ডিএস-৩০ মূল্য সূচক ৭.৬৫ পয়েন্ট বেড়ে ১৯২১.১৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.১১ পয়েন্ট বেড়ে ১১৭৪.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ১২৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- এশিয়াটিক ল্যাবঃ, এনআরবি ব্যাংক, আইসিবি, ফাইন ফুডস, জিপি, ড্রাগন সোয়েটার, জেনেক্স ইনফোসিস, রবি এক্সিয়াটা, গোল্ডেন সন্স ও ব্র্যাক ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ড্রাগন সোয়েটার, এস আলম কোল্ড, দেশবন্ধু পলিমার, সাইফ পাওয়ার, ফু-ওয়াং ফুড, বিপিএমএল, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, এমএল ডাইয়িং, তসরীফা ইন্ডাঃ ও কাশেম ইন্ডাঃ।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- এমারেল্ড অয়েল, ডেফোডিল কম্পিইটারস, বিআইএফসি, প্রাইম ফিন্যান্স, এনআরবি ব্যাংক, উত্তরা ফাইন্যান্স, প্রাইম টেক্স, স্টান্ডার্ড সিরামিকস, ফার্স্ট জনতা ব্যাংক মি. ফা. ও ইবিএল এনআরনি মি. ফা.।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৫১২৪৮৮৭৬৫৬.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচকের উত্থানে বেড়েছে লেনদেন https://corporatesangbad.com/494596/ |