ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে হাইকোর্টে রিট

Posted on December 3, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনার আর্জি পেশ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি হাইকোর্টে জনস্বার্থে রিটটি দায়ের করেছেন।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিষয়টি জানান রিটের পক্ষের আইনজীবী এডভোকেট একলাছ উদ্দিন ভূঁইয়া।

রিটে তথ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্ণর, বাংলাদেশ টেলিভিশনের ডিজিসহ সংশ্লিষ্টদের এই রিটে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।