কর্পোরেট ডেস্ক: শ্রেষ্ঠত্বের নতুন দিগন্ত" এই স্লোগানকে সামনে রেখে ২৯ ও ৩০ নভেম্বর কক্সবাজারের বে ওয়াচ হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ডিবিএল ও ব্রাইট সিরামিকস এর বার্ষিক বিজনেস কনফারেন্স, যেখানে দেশব্যাপী ছড়িয়ে থাকা ডিবিএল পরিবারের সকল ডিলার ও ডিস্ট্রিবিউটর উপস্থিত ছিলেন। কনফারেন্সের দুই দিনব্যাপী বর্ণিল আয়োজনে নানা কার্যক্রমে অংশ নেন ডিবিএল ও ব্রাইট সিরামিকস এর ডিলার ও সহকর্মীরা।
আয়োজনে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের ভাইস চেয়ারম্যান এম এ রহিম, চিফ বিজনেস অফিসার বায়েজিদ বাশার, হেড অব সেলস মোহাম্মদ শহীদুজ্জামান রাজ, ফিন্যান্স কন্ট্রোলার কাজী সিদ্দিকুল আজম ও হেড অফ মার্কেটিং দিদারুল আলম খান।
বিজনেস কনফারেন্সে ডিবিএল গ্রুপের বোর্ড অব ডাইরেক্টর, ডিবিএল ও ব্রাইট সিরামিকসের জ্যেষ্ঠ কর্মকর্তারা বক্তব্য রাখেন এবং বিজনেস পার্টনারদের সেরা পারফরম্যান্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে চলতি বছরের সাফল্য উদযাপনের পাশাপাশি ডিবিএল সিরামিকসের নতুন পণ্য - মোজাইক টাইলস এর মোড়ক উন্মোচন করা হয়।
ডিবিএল সিরামিকস ২০১৭ সালে সিরামিক ইন্ডাস্ট্রিতে তাদের পথচলা শুরু করেছিল। টাইলসের গুণগত মান, নকশার বৈচিত্র্য এবং অত্যাধুনিক পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহারের কারণে গ্রাহকদের মাঝে বেশ নন্দিত এই প্রতিষ্ঠান। ক্রেতাদের কাছে বিশ্বমানের টাইলস পৌঁছে দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জনই ডিবিএল সিরামিকসের লক্ষ্য।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডিলারদের নিয়ে কক্সবাজারে ডিবিএল ও ব্রাইট সিরামিকসের বিজনেস কনফারেন্স-২০২৪ অনুষ্ঠিত https://corporatesangbad.com/494563/ |