বগুড়ায় মরা গরুসহ কসাই ও তার সহযোগী আটক: ১৫ দিনের জেল

Posted on December 2, 2024

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় মরা গরু বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় এক কসাই ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন-শিবগঞ্জ পৌর এলাকার রাঙ্গামাটি প্রামের ওছির ফকিরের ছেলে রাজা ফকির (৫৭) ও একই এলাকার মৃত মজি ফকিরের ছেলে শহিদুল ফকির (৪০)।

সোমবার (২ ডিসেম্বর ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আব্দুল হান্নান।

তিনি জানান, গতকাল রবিবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের অর্জুনপুর ব্রীজ এলাকা থেকে দিয়ে মরা গুরুসহ তাদের আকট করা হয়। ওই মরা গরু জবাই করে সাধারণ মানুষকে ধোকা দিয়ে তাদের সঙ্গে প্রতারণা করার জন্য তারা প্রস্তুতি নিচ্ছিলো, এমন সময় পুলিশের বিশেষ টহলে টের পেয়ে তাদের কাছে থাকা ৩টি চাকু উদ্ধার করা হয় এবং ২জনকে আটক করা হয়।

তিনি আরো জানান, তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের জেল দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।