ফুলপুরে ধানক্ষেত থেকে মানুষের কঙ্কাল উদ্ধার

Posted on December 1, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ফুলপুরে ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা প্রাপ্ত বয়স্ক মানুষের একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) বেলা একটার দিকে ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের ইমাদপুর মোড়ল বাড়ির পশ্চিম পাশে নাহিদ ব্রিকস ফিল্ডের আনুমানিক ৩০০ মিটার পশ্চিমে মোশারফ হোসেনের ধানক্ষেত থেকে অজ্ঞাতনামা প্রাপ্ত বয়স্ক এক জনের কঙ্কাল উদ্ধার করা হয়।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) মাকসুদুর রহমান, ফুলপুর থানার ওসি আব্দুল হাদি, সিআইডি ও পিবিআই-এর ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই কঙ্কালের লিঙ্গ ও পরিচয় সনাক্ত করা যায়নি।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি আব্দুল হাদি বলেন, সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ময়মসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির লিঙ্গ সনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।