December 14, 2024 - 4:54 pm
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশতহুরা হত্যা মামলার বাদি ও স্বাক্ষীকে হরিরামপুরে নাশকতা মামলায় আসামী করে হয়রানির...

তহুরা হত্যা মামলার বাদি ও স্বাক্ষীকে হরিরামপুরে নাশকতা মামলায় আসামী করে হয়রানির অভিযোগ

spot_img

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামশা ইউনিয়নের ছোট বরুন্ডি গ্রামে পুত্রবধু ও তার পরকীয়া প্রেমিকের হাতে খুন হয় তহুরা বেগম (৫৫)। আর ওই হত্যা মামলার বাদি নিহতের ভাই মামুন হোসেন ও স্বাক্ষী একই গ্রামের চায়ের দোকানদার বোরহান মোল্লাকে পাশের হরিরামপুর থানায় বিএনপির নাশকতা মামলায় উদ্দেশ্যমূলকভাবে আসামী করে হয়রানির অভিযোগ ওঠেছে।

তুহুরা হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি লালমুদ্দিন ও নাশকতা মামলার বাদি বিএনপি নেতা দেলোয়ার হোসেন ঘনিষ্ঠ বন্ধু। দুই বন্ধুর যোগসাজশ্যে হত্যা মামলাকে বাঁধাগ্রস্ত করতে বাদি ও স্বাক্ষীকে নাশকতা মামলার আসামী করা হয়েছে বলে নিহত তহুরার মামলার বাদী ও সাক্ষীর পরিবার এবং ওই এলাকাবাসির অভিযোগ।

জানা যায়, আওয়ামী শাসনামলে ২০২২ সালের ৩০ মে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতার হরিরামপুরের বাস ভবনে দোয়া ও মিলাদ মাহফিলে আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ হামলা চালায়। এ ঘটনায় গত ২৯ অক্টোবর আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের ৮৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতা দেলোয়ার হোসেন দুলাল হরিরামপুর থানায় একটি মামলা করেন। আর এতে উদ্দেশ্যেমুলকভাবে আসামি করা হয়েছে সিংগাইরের তহুরা বেগম হত্যা মামলার বাদি প্রবাসী মামুন ও রাজ স্বাক্ষী চায়ের দোকানদার বোরহান মোল্লাকে।

অনুসন্ধানে জানা যায়, ২০২৩ সালের ১৩ অক্টোবর পারিবারিকভাবে নিহত তহুরা বেগম ছেলে মালয়েশিয়া প্রবাসী রাসেল বিশ্বাসের সাথে বিয়ে হয় আইরিন আক্তারের। এরপর চলতি বছরের ২ জানুয়ারি আইরিন আক্তারের স্বামী রাসেল বিশ্বাস আবার বিদেশ চলে যায়। অতপর ১০ জানুয়ারি রাতে পরকীয়া প্রেমিক ঝিটকা খাজা রহমত আলী ডিগ্রি কলেজের প্রভাষক লালমুদ্দিন আইরিন আক্তারের সাথে দেখা করতে বরুন্ডি গ্রামে আইরিন আক্তারের শ্বশুর বাড়ি যান। তাদের প্রেম লীলার বিষয়টি শ্বাশুড়ি টের পেলে আইরনি আক্তার ও তার প্রেমিক লালমুদ্দিন ছুরি দিয়ে তহুরা বেগমকে হত্যা করে। হত্যার পর লালমদ্দিন পালিয়ে যেতে সক্ষম হলেও আটক হয় গৃহবধু আইরিন আক্তার। এরপর নিহত তহুরা বেগমের ভাই প্রবাসী মো. মামুন হোসেন সিংগাইর থানায় ওই দিনই একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় এক নম্বর আসামী করা হয় গৃহবধু হরিরামপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের আলগীরচর গ্রামের আইরিন আক্তার এবং ২ নম্বর আসামী করা হয় একই উপজেলার চালা ইউনিয়নের কচুয়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলে প্রভাষক লালমুদ্দিনকে। এরপর দুজনই আটক হলেও মাসখানেক পর হাইকোর্ট থেকে ছয়মাসের জামিনে আসেন। এদিকে গত জুন মাসে এজাহারভুক্ত দুজনকেই অভিযুক্ত করে মামলার চার্জশিট দেয় থানা পুলিশ। ওই মামলা প্রধান স্বাক্ষী করা হয় সিংগাইরের জামশা ইউনিয়নের গোলাইডাঙ্গা খেয়া ঘাটের চায়ের দোকানদার ছোট বরুন্ডি গ্রামের বোরহান মোল্লাকে (৬৫)।

জামশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বাদল জানান, মামলা হওয়ার আগে মামুন এবং বোরহানকে আসামী করার বিষয়ে হরিরামপুর থেকে আমাদের সাথে কেউ যোগাযোগ করেনি। মূলত মামুনের বোনের হত্যার সাথে জড়িত লালমদ্দিন নামের ওই ব্যক্তিই চক্রান্ত করে হরিরামপুর থেকে আসামী করেছে। আসামী দেয়ার দরকার হলে তো সিংগাইরে যে মামলা হয়েছে, আমরা এখানেই দিতে পারতাম। এখানে খুনের মামলার প্রতিহিংসায় এ কাজ করা হয়েছে।

মাটিকাটা গ্রামের খালেক দেওয়ান জানান, মামুন খুব নিরীহ ও ভদ্র একটা পোলা। সে ছোটবেলা থেকেই বিদেশে থাকে। এলাকায় কখনও সে রাজনীতি তো করেই নাই, তার সুযোগও পাই নাই। তুহুরা হত্যা মামলার আসামি লালমুদ্দিন চক্রান্ত করে মামুনের নাম দিয়েছে।

মাটিকাটা বাজারের মুদি দোকানদার রহমত জানান, মামুনের নাম কখনই নাশকতা মামলার আসামী হতে পারে না। অনেক বছর ধরে মামুন বিদেশে। আবার শুনলাম চায়ের দোকানদার বোরহানকে আসামী করা হয়েছে। সে হলো বয়স্ক মানুষ। চা, সিংগারা আর পুরি বিক্রি করে। মামুনের বোনের হত্যা মামলার স্বাক্ষী সে। এ জন্যই তাকেও এই মামলায় আসামী করা হয়েছে।

হত্যা মামলার বাদি মামুনের স্ত্রী অভিযোগ করে বলেন, আমার স্বামীর বোনের হত্যা মামলার আসামী লালমদ্দিনের ষড়যন্ত্রেই এই মামলায় আমার স্বামীকে আসামী করেছে। স্বাক্ষী বোরহানের স্ত্রী জানান, মামুনের বোনের হত্যা মামলার স্বাক্ষী হওয়ায় আমার স্বামীকে আসামী করা হয়েছে। মিথ্যা মামলার কারণে সে চায়ের দোকান বন্ধ রেখে বাড়ি ছাড়া।

মামলার বাদি দেলোয়ার হোসেন দুলাল জানান, স্থানীয় নেত্রীবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করেই মামলার আসামি করা হয়েছে। তারপরও ভাত খেতে গেলে দুই একটা পরতে পারে। এদিকে প্রভাষক লালমুদ্দিনের সঙ্গে যোগসাজশ্যের ব্যাপারে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তিনি আরো বলেন – আসামি মামুন হোসেন ও বোরহান মোল্লার ব্যাপারে থানা পুলিশ তদন্ত করে যে ব্যবস্থা নেয়ার সেটা নিবে। এতে আমার সমস্যা নাই।

এ ব্যাপারে হরিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মুমিন খান জানান, নিরপরাধ কেউ আসামি হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

সি-সুইট অ্যাওয়ার্ড পেলেন বিএটি বাংলাদেশের সারজিল সারওয়ার

কর্পোরেট ডেস্ক: বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বাংলাদেশ সি-সুইট অ্যাওয়ার্ড ২০২৪ -এ চিফ ডিজিটাল অফিসার (সিডিও)/ডিজিটাল ডিরেক্টর অব দ্য ইয়ার স্বীকৃতি পেয়েছেন সারজিল সারওয়ার। তিনি...

শৈলকুপায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩০ বাড়ি-ঘর ভাংচুর, আহত ২৫

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: তুচ্ছ ঘটনাকে পুঁজি করে এলাকায় সামাজিক দলাদলি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছি গ্রামে বিএনপি...

ঝিনাইদহ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালত আঙ্গিনায় পরিষ্কার-পরিছন্নতা অভিযান

আতিকুর রহমান, ঝিনাইদহ প্রতিনিধি: “পরিছন্ন পরিবেশ, সুস্থ জীবন” এই শ্লোগানকে সামনে রেখে শনিবার ঝিনাইদহ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট আদালতের আঙ্গিনা পরিষ্কার পরিছন্নতা অভিযান চালানো হয়।...

চলতি সপ্তাহে ৪ কোম্পানির পর্ষদ সভা

পুঁজিবাজার ডেস্ক : চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩টি কোম্পানির ও ১ টি বন্ডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো ফু-ওয়াং ফুড, প্রিমিয়াম ব্যাংক পারপেচুয়াল...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: যথাযথ মর্যাদায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড....

শেরপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলা উপজেলা প্রশাসন, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে শহিদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের পক্ষ...

সাংবাদিকদের স্বাধীনতায় এক ইঞ্চিও আটকাবে না সরকার: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক : সাংবাদিকদের স্বাধীনতায় অন্তর্বর্তী সরকার এক ইঞ্চিও আটকাবে না বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঢাকা...

শেষরক্ষা হলো না, অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক: দ্বিতীয় দফার ভোটাভুটিতে আর রক্ষা পেলেন না দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট। পার্লামেন্টের ভোটাভুটিতে অভিশংসিত হয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। শনিবার (১৪...