বন্ধ হয়ে গেল সাকিবের রেস্টুরেন্ট

Posted on October 17, 2023

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি বন্ধ হয়ে গেছে সাকিব আল হাসানের রেস্টুরেন্ট সাকিব'স সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি।

সোমবার (১৬ অক্টোবর) নিজেদের ফেসবুক পেইজে পোস্ট করে বিষয়টি জানিয়েছে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ।

যদিও জানা যায় আরও ২দিন আগেই বন্ধ হয়ে গেছে রেষ্টুরেন্টটি। তবে ঠিক কী কারণে সাকিবে রেষ্টুরেন্টটি বন্ধ হয়ে গেছে সে ব্যাপারে কিছুই জানায়নি কর্তৃপক্ষ। রেষ্টুরেন্ট কর্তৃপক্ষ তাদের পোস্টে গ্রাহকদেরও ধন্যবাদ জানিয়েছে।

ফেসবুক পেজে একটি ছবিতে ‘এখন বিদায়ের সময়’ লিখে তার ক্যাপশনে তারা লিখেছে, তোমাদের সবার সাথে একটা দারুণ দৌড়াদৌড়ি করেছি… বিদায় বলার সময়… সব মহান স্মৃতির জন্য ধন্যবাদ।

সাকিবের সেভেন্টি ফাইভ রেস্টুরেন্টটি শুরুর দিকে মিরপুরে ছিল। পরে ২০২০ সালে ধানমন্ডিতে এর এটির একটি শাখা করা হয়। বিভিন্ন সময় সাকিবকে রেস্টুরেন্টের প্রচারণাতেও দেখা যায়।

সাকিবের এই রেস্টুরেন্টকে ঘিরে অনেক সমালোচনাও রয়েছে। চলতি বছরে এই রেস্টুরেন্টের বিরুদ্ধে ভ্যাট ফাঁকি দেয়ার অভিযোগ উঠলেও পরবর্তীতে সেই সমস্যার সমাধানও হয়েছিল।

দেশের শেয়ারবাজার, বিদ্যুৎকেন্দ্র, প্রসাধনী, ট্রাভেল এজেন্সি, হোটেল, ইভেন্ট ম্যানেজমেন্ট, কাঁকড়া ও কুঁচের খামারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ রয়েছে সাকিবের। দেশের বাইরে যুক্তরাষ্ট্র, সৌদি আরবসহ বিভিন্ন দেশে বড় অংকের বিনিয়োগ রয়েছে এই ক্রিকেটারের।