ঈশ্বরগঞ্জে চুরি হওয়া সেই টিসিবির ডাল সরিষা ক্ষেত থেকে উদ্ধার

Posted on November 30, 2024

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়ন পরিষদের একটি কক্ষের দরজা ভেঙে চুরি হওয়া টিসিবির ৩১টি বস্তা ডালের মধ্যে ২৯ বস্তা ডাল পাশের সরিষা ক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে গ্রামপুলিশের খবরের ভিত্তিতে ইউনিয়ন পরিষদের পাশে গিয়াস উদ্দিনের সরিষা ক্ষেত থেকে ওই ডালের বস্তাগুলো উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, টিসিবির ৫০ কেজি ওজনের ৩১ বস্তা ডাল গত বুধবার রাতে উপজেলার সরিষা ইউনিয়ন পরিষদের একটি কক্ষে রাখা হয়। ওই রাতেই সেখান থেকে ডালের বস্তাগুলো চুরি হয়। বৃহস্পতিবার টিসিবি ডিলার মো. সোহাগ ঘটনার সাথে জড়িত সন্দেহে কয়েক জনের নাম উল্লেখ করে উপজেলা নির্বাহী অফিসার ও ঈশ্বরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর আইনশৃঙ্খলা বাহিনী চুরি যাওয়া ডাল উদ্ধার অভিযান চালায়। পরে শুক্রবার সকালে তা উদ্ধার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান আরও বলেন, উদ্ধারকৃত মালামাল থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট ডিলারের কাছে ডালের বস্তাগুলো হস্তান্তর করা হবে।