December 3, 2024 - 5:10 am
তথ‌্য অ‌ধিদপ্ত‌রের নিবন্ধন নম্বরঃ ৭৭
Homeসারাদেশ ও রাজনীতিসারাদেশকুয়াকাটায় সানভিউ প্রপার্টিজ এমডির বিরুদ্ধে ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কুয়াকাটায় সানভিউ প্রপার্টিজ এমডির বিরুদ্ধে ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

spot_img

বাদল হোসেন, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কুয়াকাটায় সানভিউ প্রপার্টিজ লিমিটেডের এমডি মোশাররফ হোসেন এর বিরুদ্ধে কোম্পানির জমি বিক্রির ১ কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে এমন অভিযোগ করেন ওই কোম্পানির চেয়ারম্যান জহিরুল হক।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, কোম্পানির এমডি মোশাররফ তার স্বাক্ষর জাল করে ৪১ শতক জমি ১ কোটি ৮৪ লাখ টাকায় বিক্রি করে ওই টাকা কোম্পানির শেয়ার হোল্ডারদের বুজিয়ে না দিয়ে পুরো টাকা আত্মসাৎ করে। এ নিয়ে তার বিরুদ্ধে ঢাকা ও কলাপাড়ায় কয়েকটি মামলা রয়েছে।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সানভিউ প্রপার্টিজ লিমিটেডের চেয়ারম্যান জহিরুল হক বলেন, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে মোশাররফ হোসেন স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির আহমেদ ভূইয়া ও কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল আল সোহাগের নেতৃত্বে ছাত্রলীগ, যুবলীগের শতাধিক নেতাকর্মীদের নিয়ে জামায়াত ট্যাগ লাগিয়ে ভয়়ভীতি প্রদর্শন করে এবং কোম্পানি থেকে তাকে বের করে দেয়া হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন তিনি বিএনপি নেতা পরিচয়ে স্থানীয় ও কেন্দ্রীয় বিএনপির ছত্রছায়ায় কোম্পানির ভূয়া শেয়ার বিক্রি সহ নানা প্রতারণায় লিপ্ত হয়েছে। এর প্রতিবাদ করলে আমার বিরুদ্ধে মামলা হামলা সহ নানা রকম ভয়ভীতি দেখিয়ে আসছে।

লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, ২০১০ সালে এই কোম্পানির যাত্রা শুরু হয়। কোম্পানীটি হোটেল নির্মাণ ও ব্যবসার জন্য কুয়াকাটা পৌরসভার ৭ নং ওয়ার্ডে দুই প্লটে ৩৬.৮০ শতাংশ ও ৪১ শতাংশ জমি ক্রয় করে। সে সময় কোম্পানির চেয়ারম্যান ছিলেন ইঞ্জিনিয়ার শামসুজ্জামান এবং ব্যবস্থাপনা পরিচালক ছিলেন হাফিজুর রহমান রাহাত।

২০১২ সালে কোম্পানির চেয়ারম্যান হন হাফিজুর রহমান রাহাত এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেয়া হয় মো: জহিরুল হককে। সে সময় ব্যবসায়িক কার্যক্রম ভালো না থাকায় কোম্পানির অন্যতম শেয়ার হোল্ডার আসলাম আহমেদ ও মোশারফ হোসেন কোম্পানি থেকে শেয়ার উত্তোলনের আবেদন করে। কোনরূপ লাভ লোকসানের ঝুঁকি না নিয়ে মূল টাকা ফেরত দেওয়ার জন্য আমাকে বিশেষ ভাবে অনুরোধ করে। কোম্পানির ফান্ডে টাকা না থাকায় আমি ৩৬.৮০ শতাংশ জমি থেকে আসলাম আহমেদকে ৩৫ লক্ষ টাকার বিপরীতে ১০ শতাংশ এবং মোশারফকে ২০ লক্ষ টাকার বিপরীতে ৫.৭১ শতাংশ জমি লিখে দেই। উভয়ের ৫ লক্ষ টাকা করে অবশিষ্ট থেকে যায় যা ছয় মাসের মধ্যে পরিশোধ করা হবে এবং কোম্পানির শেয়ার হোল্ডার থেকে তাদের নাম বাদ দেওয়া হবে এমন সিদ্ধান্ত নেয়া হয়। এর মধ্যে শেয়ার বিক্রি বাবদ কয়েকজন পাওনাদার তাদের পাওনা টাকা দাবি করলে একই ভাবে তাদের পাওনা টাকার বিপরীতে ৩৬ শতাংশ সম্পত্তি লিখে দেওয়া হয়। উক্ত চুক্তিনামা ১৪-১০ ২০১৩ সালের সম্পাদিত হয়। যেদিন থেকে আসলাম আহমেদ এবং মোশারফ হোসেন তাদের শেয়ার উত্তোলনের আবেদন করে সেদিন থেকে আর বোর্ড মিটিংয়ে তারা অংশগ্রহণ করেননি।

এমডি থাকাকালীন অবস্থায় আমি কোম্পানি থেকে ঢাকায় দুইটি ফ্ল্যাট খরিদ করি এবং ৪১ লক্ষ টাকা কোম্পানিকে প্রদান করি। কোম্পানিকে স্বল্প কালীন ঋণ হিসেবে ছয় লক্ষ টাকা প্রদান করি এবং ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত আমার ২৫ হাজার টাকা করে মাসিক সম্মানি হিসাবে ১২ লক্ষ টাকা পাওনা হই ।২০১৬ সালে কোম্পানির কিছু পলিসি সংক্রান্ত ব্যাপারে পুরাতন শেয়ারহোল্ডারদের সাথে আমার মতবিরোধ হয়। এক পর্যায়ে কোম্পানি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। হিসাব নিকাশ করে আমরা শেয়ারের ভ্যালু নির্ধারণ করি। পুরাতন শেয়ার হোল্ডারগন আমার টাকা ফেরত দিতে ব্যর্থ হলে আমাকে তাদের শেয়ার কিনে নেওয়ার অনুরোধ জানায়। আমি আমার ফ্ল্যাট বিক্রি ও অন্যান্য পাওনা সমন্বয়ে তাদেরকে পরিশোধ করার সিদ্ধান্ত নেই। ঠিক সেই মুহূর্তে আসলাম এবং মোশারফ আমার সাথে ব্যবসা করার জন্য আবারো তারা সান ভিউ প্রপার্টিজ লিমিটেডের শেয়ার থাকার জন্য অনুরোধ জানায়।

আমি তাদের অনুরোধে আবারো তাদের দু’জনকে কোম্পানিতে নিয়ে নেই। এর প্রেক্ষিতে কোম্পানির পরিচালনা পর্ষদ নতুন ভাবে সাজানো হয়।
এ পরিচালনা পর্ষদে আমাকে চেয়ারম্যান, মোশাররফ হোসেন ব্যবস্থাপনা পরিচালক এবং আসলাম আহমেদকে সহকারী ব্যবস্থাপনা পরিচালক করা হয়। ২০২১ সালে কোম্পানির সহকারী ব্যবস্থাপনা পরিচালক আসলাম মারা যান। তার মারা যাবার পেছনে মোশাররফ হোসেন অনেকাংশে দায়ী। কারন মোশাররফ হোসেন আসলামের কোটি টাকা জমি কেনার কথা বলে আত্মসাৎ করে।

কোম্পানির এমডির দ্বায়িত্ব নেয়ার পর কোম্পানি আইনের প্রতি তোয়াক্কা না করে মোশাররফ হোসেন ৪১ শতাংশ জমি ১ কোটি ৮৪ লাখ টাকায় বিক্রি করে পুরো টাকা আত্মসাৎ করে। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এ জমি বেচাকেনার ক্ষেত্রে অসৎপথ অবলম্বন করা হয়েছে। বেচাকেনার অনুমতি নিতেও মিথ্যার আশ্রয় নিয়েছে। যাদের কাছে ওই জমি বিক্রি করা হয়েছে তারা এখন টাকা ফেরত চাচ্ছে।

কোম্পানীর চেয়ারম্যান জহিরুল হক দাবি করেন, মোশাররফ হোসেন একজন প্রতারক। তিনি জেলা প্রশাসনের অনুমোদনের তোয়াক্কা না করে কোম্পানির শেয়ার বিক্রির জন্য সাইন বোর্ড টানিয়ে প্রচার প্রচারণা চালাচ্ছে। যা সম্পূর্ন বেআইনি। তার নামে চেক জালিয়াতির মামলা করেছে কয়েকজন ভুক্তভোগী শেয়ার ক্রেতা।

সংবাদ সম্মেলনে তিনি তার প্রাপ্য ফিরিয়ে দেয়াসহ প্রতারক মোশাররফের বিরুদ্ধে আইনী পদক্ষেপ নেবার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

সংবাদ সম্মেলনে এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কোম্পানির জমি বেচাকেনার মধ্যাস্ততাকারী মো: জাহাঙ্গীর হোসেন ও আঃ জলিল।

এ সম্পর্কিত আরও পড়ুন
spot_img

সর্বশেষ সংবাদ

এটিএস এক্সপো-২০২৪ আয়োজন করছে টেক জায়ান্ট ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের একক বৃহৎ শিল্পমেলা এটিএস এক্সপো-২০২৪। এই বৃহৎ শিল্পমেলা আয়োজন করছে বাংলাদেশের শীর্ষ ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য...

‘ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে সত্য তুলে ধরুন’

নিজস্ব প্রতিবেদক : ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিপরীতে সত্য তুল ধরার জন্য সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট...

সিংগাইরে সুলভ মূল্যে ডিম বিক্রি কার্যক্রম শুধুমাত্র কাগজ-কলমেই

নিজস্ব প্রতিবেদক: প্রাণিসম্পদ অধিদপ্তরের তত্ত্বাবধানে ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি)উদ্যোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় সুলভ মূল্যে ডিম বিক্রি কার্যক্রম শুধু কাগজ-কলমেই সীমাবদ্ধ রয়েছে। এ নিয়ে...

বাগমারা বি.এস স্কুল এন্ড কলেজে কর্মচারী নিয়োগে অনিয়মের তদন্তে তালবাহানা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাগমারা বি.এস স্কুল এন্ড কলেজে কর্মচারী নিয়োগে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে রাজশাহী অঞ্চলের মাধ্যমিক ও...

শ্রীলঙ্কায় নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করছে ওয়ালটন

কর্পোরেট ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক্স ব্র্যান্ড হয়ে উঠার লক্ষ্যে ইউরোপ, এশিয়া, মধ্যপ্রাচ্য ও আাফ্রিকার নতুন নতুন দেশে প্রতিনিয়ত নিজস্ব ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণ করে...

জেএমআই এলপিজি বিজনেস পার্টনার্স মিট অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: “লেটস গ্রো টুগেদার ফর এ বেটার ফিউচার” স্লোগানকে সামনে রেখে অনুষ্ঠিত হয়ে গেলো জেএমআই এলপিজি বিজনেস পার্টনার্স মিট ২০২৪। শনিবার (১ডিসেম্বর) সীতাকুন্ডের...

ইউনিয়ন ব্যাংকে ‘মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

কর্পোরেট ডেস্ক: সম্প্রতি ইউনিয়ন ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ‘মানি লন্ডারিং এবং সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...