নিজস্ব প্রতিবেদক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ নভেম্বর) মূল্যসূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন কিছুটা বেড়েছে। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ শূন্য দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ১ দশমিক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯১৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে মোট ৪৭৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৫১ কোটি ১৬ লাখ টাকার শেয়ার। সে তুলনায় আজকে লেনদেনের পরিমান ৫ শতাংশ কমেছে।
আজ লেনদেন হওয়া ৩৯০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫ টির, কমেছে ১৯৬ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৮৯ টি কোম্পানির বাজারদর।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডিএসইতে সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় বেড়েছে লেনদেন https://corporatesangbad.com/493989/ |