নিজস্ব প্রতিবেদক : হামি ইন্ডাস্ট্রিজ পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন বাতিল করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিটির প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক হাসিব হাসানের অনুকূলে ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে আলোচ্য শেয়ার ইস্যুর জন্য অনুমোদন চাইলে তা নাকচ করে দেয় নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, হামি ইন্ডাস্ট্রিজের ১০ টাকা অভিহিত মূল্যে ৫০ লাখ সাধারণ শেয়ার ইস্যু করার জন্য সম্মতি দেওয়ার অবস্থানে নেই কমিশন। কোম্পানিটির আবেদন নাকচ করে দেওয়ার পেছনে দুটো কারণও জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
কারণ দুটি হলো, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ লঙ্ঘন করে শেয়ার মানি ডিপোজিটের জন্য মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য প্রদান করায় কোম্পানিটির পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন বাতিল করা হয়। এছাড়া শেয়ারের টাকা ব্যবহারের ক্ষেত্রে কোম্পানিটি জাল ও বানোয়াট নথি প্রদান করেছে বলে জানায় বিএসইসি।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
হামি ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধন বাড়ানোর আবেদন বাতিল https://corporatesangbad.com/493964/ |